“‌নো মাস্ক নো প্যাসেঞ্জার” জনসচেতনতায় সিএমপি ট্রাফিক পুলিশ

Tanjin Tanju    |    ০৩:৩৪ পিএম, ২০২০-১২-০২


“‌নো মাস্ক নো প্যাসেঞ্জার” জনসচেতনতায় সিএমপি ট্রাফিক পুলিশ

তানজীন তানজু: চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সড়কে চলাচলকারী যাত্রীবাহী যানবাহন, বিশেষ করে বাস-মিনিবাস ও সিএনজি অটোরিকশায় বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আজ ২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম নগরীর জিইসি মোড় এলাকায় ট্রাফিক বিভাগের এই কার্যক্রম উদ্ভোধন করেন।

এ সময় চালক ও যাত্রীদের উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, নিজেকে সুরক্ষা করতে হলে মাস্কের কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীও এ বিষয়ে সবাইকে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কারণ, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। না হয় এর জন্য আপনাকে আমাকে বড় মাসুল দিতে হবে।

পুলিশ কমিশনারের এই নির্দেশনার ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীনের পক্ষ থেকে আকবরশাহ্ থানা ট্রাফিক পরিদর্শক এস.এম শওকত হোসেন নেতৃত্বে পুলিশ সদস্যরা এ.কে খান, অলংকার, বাদামতলী ও বড়পোল মোড়ে গণপরিবহনের যাত্রী, চালক, সহকারী এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে।। এ সময় যেসব যানবাহনের চালক ও যাত্রীদের মুখে মাস্ক নেই, তাদের করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সচেতন হওয়ার পরামর্শ দেয় এই ট্রাফিক পরিদর্শক।

ট্রাফিক পরিদর্শক এস.এম শওকত হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের জীবন ব্যবস্থায় মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে। করোনার ব্যপকতা প্রথমবারের চেয়েও অনেক বেশি তাই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিকার করতে হবে। জনসচেতনতা ও নিয়ম মেন চলা ব্যতিরেকে আমরা এই জীবন ধ্বংসকারী জীবাণুর মোকাবেলা করতে পারব না। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আশেপাশের সবাইকে সচেতন করতে হবে।

আজ আমরা আমাদের পক্ষ থেকে এই মাস্ক বিতরণের মাধ্যমে সকলকে এর ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করেছি। সমাজের সকল স্তরের জনসাধারণ সচেতন হলে এই মহামারিকে আমরা জয় করতে পারবো। এই বিজয়ের মাসে এই মহামারিকে বিজয় করে আমরা আমাদের প্রিয়জনদের একটি সুন্দর সকাল উপহার দিতে পারব এই প্রত্যাশা করছি করছেন এস এম শওকত হোসেন।